রাজশাহী প্রতিনিধি : রাজশাহী সিটি কর্পোরেশনের সাথে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।গত বুধবার দুপুরে নগর ভবনে মেয়রের দপ্তর কক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক।
সভায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যলোচনা, আরডিএ কর্তৃক গৃহিত প্রস্তাবিত প্রকল্প সমূহের অগ্রগতি পর্যলোচনা, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সমাধি সৌধ নির্মাণ প্রকল্পে প্রস্তাবিত ভূমি অধিগ্রহণ সংক্রান্ত, মহানগরীর ৩০নং ওয়ার্ড বুধপাড়া এলাকায় খেলার মাঠ নির্মাণে প্রস্তাবিত ভূমি ব্যবহারে অনাপত্তি প্রদান, রাজশাহী সিটি কর্পোরেশনের আওতায় বাস্তবায়নের জন্য প্রস্তাবিত প্রকল্প সমূহের অধিন অধিগ্রহণতব্য ভূমিতে কাঠামো নির্মাণ সংক্রান্ত বিষয়ে, আরডিএ এর নওদাপাড়া ও সিরইল বাস টার্মিনাল, আরডিএ মাকের্ট ও বিবিধ প্রসঙ্গে আলোচনা করা হয়।
সভায় প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম খান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান (বাচ্চু), সচিব মোবারক হোসেন, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, আরডিএ এর প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল্লাহ আল তারিক, রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, রাসিকের প্রকল্পের ইঞ্জিনিয়ারিং এডভাইজার (প্রকল্প) মোঃ আশরাফুল হক, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট (প্রকল্প) মোঃ গোলাম মুর্শেদ, নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, নগর পরিকল্পনাবিদ বনি আহসান, সার্ভেয়ার রক্তাভো রহমান রোকন প্রমুখ উপস্থিত ছিলেন।