সুমন হোসেন, (যশোর) : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে যশোরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে সিইসি প্রধান কাজী হাবিবুল আউয়ালের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার ২২ ডিসেম্বর সকাল ১০ টায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে যশোর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক মিলনায়তনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
এসময় তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যে কোন মূল্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।তিনি আরো বলেন, স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে সকল প্রকার অনিয়ম, কারচুপি ও দখলদারিত্ব প্রতিহত করতে প্রশাসন কঠোর ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোঃ জাহাংগীর আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার , খুলনা রেঞ্জের ডিআইজি, খুলনা রেঞ্জ সহ গোপালগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ি জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।