অচেনা ধূসর
- চৌধুরী সাখাওয়াত হোসেন রনী
কোন এক বসন্তের বিরহী বিকেলে
হঠাৎ থমকে দাড়িয়ে মুখোমুখি
তেরোটি বছর পর,
যদি জানতে ইচ্ছে হয়
কেমন আছো তুমি,
সহস্র প্রশ্নে আবর্তিত মুখ
থেকে যায় অধরা
ভালবাসা, ঘৃণা আর ক্রোধে
ভেঙে যায় যাক বুক
তবুও তুমিতো আছো বেশ
আহ্লাদ আর প্রাচুর্যতায়
তোমার চারপাশ,
তুমি চাইলেই তোমার শহরে
দক্ষিনা বাতাস রোদেলা দুপুর
আর আমি!
ক্লান্ত পথিক গন্তব্যহীন ছুটে চলা
আধারে অচেনা আলোতেও ধুসুর