নইন আবু নাঈম, (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় দুই পরিবারের পারিবারিক দ্বন্দে মারামারির ঘটনায় ৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জন শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। অন্য ১ জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ২০ জানুয়ারি রাত ৮ টার দিকে উপজেলার চাল রায়েন্দা গ্রামের বান্ধাঘাটা এলাকার মজিবরের চায়ের দোকানের সামনে।
ভুক্তভোগীর পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার চাল রায়েন্দা গ্রামের বেড়ীবাধ সংলগ্ন বান্ধাঘাটা এলাকার বাসিন্দা ও চাল রায়েন্দা ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি এমাদুল হক হাওলাদারের সাথে প্রতিবেশী রায়েন্দা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোতালেব ফরাজির সাথে দীর্ঘ দিন ধরে বিভিন্ন সময়ের তুচ্ছ ঘটনা নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিল। ২০ জানুয়ারি রাত ৮টার দিকে এমাদুল হাওলাদারের পুত্র ইমরান হাওলাদার মোতালেব ফরাজির বাড়ির পাশ দিয়ে হেটে যাচ্ছিল।
এ সময় মোতালেব ফরাজির সাথে তুচ্ছ একটি ঘটনা নিয়ে ইমরানের সাথে কথার কাটাকাটির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে এমাদুল হাওলাদারের স্ত্রী লাকি আক্তার(৪৫), তার পুত্র ইমরান (১৬) ও মোতালেব ফরাজি(৭৫) আহত হয়। পরে ওই রাতে তারা শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এদের মধ্যে মোতালেব ফরাজি মাথায় গুরুতর জখম হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক।
এ ব্যাপারে শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) সুব্রত কুমার সরকার বলেন, তারা বিষয়টি শুনেছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।