বিএসটিআই এর রংপুর বিভাগীয় অফিসের কর্মকর্তাদের সার্ভিল্যান্স অভিযান পরিচালনার কিছু দৃশ্য।
নিজস্ব প্রতিনিধি (রংপুর) : রংপুরে সয়াবিন তেল, পাম অয়েল, রাইস ব্রান অয়েলসহ সকল প্রকার ভোজ্যতেল অস্বাস্থ্যকর ও নোংরা ড্রামে বিক্রি-বিতরণ বন্ধে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের উদ্যোগে সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়।
উক্ত সার্ভিল্যান্স অভিযান পরিচালনা কালে, মেসার্স এস এস ট্রেডার্স, ট্রাফিক মোড়, মহানগর, রংপুর; মেসার্স বণিক ব্রাদার্স, সেনপাড়া রোড, বেতপট্টি, মহানগর, রংপুর; মেসার্স আলাল হোসেন ট্রেডার্স, বেতপট্টি, মহানগর, রংপুর এবং মেসার্স গ্রীন অয়েল ইন্ডাস্ট্রিজ, হাজির হাট, সদর, রংপুর প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করে অস্বাস্থ্যকর ড্রামে তেল বিক্রি হতে বিরত থাকতে পরামর্শ প্রদান করা হয়।
সার্ভিল্যান্স অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন বিএসটিআই প্রধান কার্যালয়ের উপপরিচালক মো: রিয়াজুল হক, বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুরের সহকারী পরিচালক (সিএম) প্রকৌ. জাহিদুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) প্রকৌ. জুনায়েদ আহমেদ ও খন্দকার মোঃ জামিনুর রহমান।