স্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রিকেটের জাকজমক পূর্ন আসর, ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট গুলো মধ্যে অন্যতম সফল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে ফিজিও দায়িত্ব পাওয়ায় বাংলাদেশ জাতীয় দলের ফিজিওর পদ থেকে পদত্যাগ করছেন সাকিব-তামিমদের ফিজিও লঙ্কান মারিও ভিল্লাভারায়ন।
দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলের সাথে কাজ করছেন। জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতা তাই ভালোই হয়েছে তার। কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের টানে বিদায় বলছেন জাতীয় দলকেই। আইপিএলে কাজের প্রস্তাব পেয়ে বাংলাদেশ জাতীয় দলের ফিজিওর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন তিনি।
শ্রীলঙ্কান এই ফিজিও বিগত কয়েক বছর বাংলাদেশের সাথে কাজ করেছেন। তবে এবার যুক্ত হচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। আর এজন্য বিসিবির চাকরিটি ছেড়ে দিয়েছেন তিনি। বুধবার নিজের পদত্যাগপত্র বিসিবির কাছে দাখিল করেন মারিও ভিল্লাভারায়ন। ২০১৪ সাল থেকে বাংলাদেশ দলের সাথে কাজ করেছেন তিনি। জানা গেছে, আইপিএলের একটি স্বনামধন্য দলের সাথে কাজ করার প্রস্তাব পেয়েছেন এই অভিজ্ঞ ট্রেনার।