ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ১৩ সেপ্টেম্বর, বিকেলে ৮ নং ওয়ার্ডের সভাপতি আঃ মতিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক রিয়াছুল আমীন জামাল সিকদার।
বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল হক, ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ হানিফ হাওলাদারসহ ওয়ার্ড এর শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। কর্মীদের সক্রিয় ভূমিকা রাখার জন্য উদ্বুদ্ধ করেন। দলের মধ্যে গ্রুপিং লবিং তদবির না করার জন্য অনুরোধ করা হয়।
