মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গতকাল প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকুর চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল করায় গোপালগঞ্জ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন বিএম লিয়াকত ভূইয়ার পক্ষের লোক জনসহ আওয়ামী লীগের নেতা কর্মীরা। গতকাল ২৯ মে বুধবার এ নিয়োগ বাতিলের সংবাদ গোপালগঞ্জ পৌছালে সন্ধ্যায় এ আনন্দ মিছিল গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করেছে।
এতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থী আওয়ামী লীগ নেতা বিএম লিয়াকত ভূইয়া। গাজী হাফিজুর রহমান লিকুর অপসারণ দাবি করে গত ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনের পর থেকে বিএম লিয়াকত ভূইয়ার পক্ষের লোক জন ও আওয়ামী লীগের একটি অংশ আন্দোলন করে আসছিল। উল্লেখ্য গত ৮মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল পাল্টে গাজী হাফিজুর রহমান লিকুর সমর্থিত প্রার্থীকে বিজয়ী ঘোষনা করার অভিযোগ করে আসছিলো পরাজিত প্রার্থী বিএম লিয়াকত ভূইয়া ও তার সমর্থকরা।