জিয়ার সমাধিতে ডা. সাবরিনার শ্রদ্ধা  :  যুবদল সভাপতির ক্ষোভ

Uncategorized

নিজস্ব প্রতিবেদক  : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে বিতর্কিত চিকিৎসক ডা. সাবরিনার শ্রদ্ধা জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।


বিজ্ঞাপন

গত সোমবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান।

এ ছাড়াও যাদের হাত ধরে ডা. সাবরিনা শহীদ জিয়ার সমাধিতে গেছেন তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার কথাও জানান মুন্না।


বিজ্ঞাপন

ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘বিতর্কিত ডাক্তার সাবরিনা করোনার সার্টিফিকেট জালিয়াতি মামলায় অপরাধী মহিলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে যাওয়ার সাহস পেল কোথা থেকে? তাকে যারা নিয়ে গেছে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হোক।’
জিয়ার সমাধিতে ডা. সাবরিনার শ্রদ্ধা, যুবদল সভাপতির ক্ষোভ
হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর লুৎফর রহমান


বিজ্ঞাপন

এ স্ট্যাটাস দেওয়ার পর থেকে নেটিজেনরা তার এ পোস্টে নানা মন্তব্য করছেন। কেউ লিখছেন- সহমত ভাই, কেউবা লিখছেন- ধন্যবাদ আপনাকে ভাই, আবার কেউ লিখেছেন- সুযোগসন্ধানীদের বিষয়ে এখনই সতর্ক হওয়া উচিত।

প্সঙ্গত, ডা. সাবরিনা শারমিন হুসেনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে- জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগের রেজিস্ট্রার হিসেবে কর্মরত থাকাকালে অভিজ্ঞতাহীন, নিবন্ধনবিহীন, ট্রেড লাইসেন্সবিহীন তার স্বামী আরিফুল চৌধুরীর ওভাল গ্রুপের নাম সর্বস্ব প্রতিষ্ঠান জেকেজি হেলথ কেয়ারকে কোভিড-১৯ এর নমুনা সংগ্রহের জন্য অনুমতি পাইয়ে দিতে সহযোগিতা করেন।

এ ছাড়াও জেকেজি হেলথ কেয়ার নামক একটি লাভজনক ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ারম্যান পরিচয় ব্যবহার করে আর্থিকভাবে লাভবান হয়েছেন। তার বিরুদ্ধে তথ্য গোপন করে দ্বিতীয় এনআইডি তৈরির অভিযোগও রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *