কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ২৮ আগস্ট

Uncategorized আইন ও আদালত গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

তাপস চন্দ্র সরকার, (কুমিল্লা)  :  আসছে ২৮ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার) বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার ২০২৫-২০২৬ সনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুল হক মজুমদার।


বিজ্ঞাপন

ওই নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দ্বিমুখী হাড্ডাহাড্ডি লড়াই হবে আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় ১৩টি পদের প্রার্থীরা।

এরমধ্যে সভাপতি পদে নির্বাচন করছেন সাবেক সভাপতি মোঃ আব্দুল বারী সরদার (বারেক) ও মোঃ মাহাবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন মোঃ মজিবুল আলম উজ্জ্বল ও মোঃ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জসিম।


বিজ্ঞাপন

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে মোঃ নজরুল ইসলাম মুন্সী, সহ-সাধারণ সম্পাদক (সিভিলকোর্ট) মোঃ আতাউর রহমান সরকার মাসুদ, সহ-সাধারণ সম্পাদক (ফৌজদারি) মোঃ আবু সায়ের (মুছা), অর্থ বিষয়ক সম্পাদক মোঃ লিটন মিয়া মুন্সি, দপ্তর সম্পাদক মোঃ শাহ জাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ এমরান হোসেন রনি, প্রচার সম্পাদক মোঃ রবিউল বকস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন এবং নির্বাহী সদস্য মোঃ নুরুল আমিন, মোঃ মাইন উদ্দিন মিয়াজী, মোঃ হেলাল উদ্দিন, মোঃ জহিরুল ইসলাম ও মোঃ ইসমাইল হোসেন।


বিজ্ঞাপন

এদিকে, নির্বাচনে বিজয়ী হতে প্রার্থী, দল ও সমর্থকরা অবলম্বন করেন নানা কৌশল। এসব কৌশল এতটাই গোপনীয় রাখা হয় যে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কেউ যাতে জানতে না পারে। বিজয়ী হতে প্রতিনিয়ত-ই ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন প্রার্থীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *