ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত থেকে ১ কোটি ৮০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী ও থ্রীপিস আটক করেছে বিজিবি

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি  : বর্ডার  গার্ড বাংলাদেশ বিজিবি’র সুলতানপুর ব্যাটালিয়ন এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিজিবি কর্তৃক পরিচালিত অভিযানে ১ কোটি ৮০ লক্ষেরও অধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী ও থ্রীপিস আটক করা হয়েছে।


বিজ্ঞাপন

আজ মঙ্গলবার  ১৭ সেপ্টেম্বর,  সকালে বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলাধীন সীমান্তবর্তী গুরুহিত মোড় পাকা রাস্তার উপর হতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল একটি ট্রাকসহ ভারতীয় উন্নতমানের ১৫৮৪ পিস শাড়ী  এবং ১৭৭ পিসথ্রীপিস মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে।


বিজ্ঞাপন

উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ১,৮০,৭৯,০০০  (এক কোটি আশি লক্ষ ঊনআশি হাজার) টাকা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *