সিলেটের কোম্পানীগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় অভিযোগ এলাকাবাসীর 

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

সিলেট, (কোশম্পানীগঞ্জ) প্রতিনিধি :  সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নোয়াগাও গ্রামের মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় লোকজন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। ওই মাদক ব্যবসায়ীদের কারণে এলাকার তরুণ ও যুব সমাজের অনেকেই মাদক সেবনের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে বলে আবেদনে উল্লেখ করা হয়।


বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার ৩ অক্টোবর, এলাকাবাসীর দেওয়া আবেদনে অভিযুক্ত ব্যক্তিরা হলেন- উপজেলার ৫নং উত্তর রনিখাই ইউনিয়নের নোয়াগাও গ্রামের মৃত আঃ বারীর পুত্র জৈইন উদ্দিন (৩৫),আইন উদ্দিন (৩০),আলা উদ্দিন (২৮) এবং অজ্ঞাত ৮/১০ জন। অভিযোগে উল্লেখ করা হয়, এই পরিবারের আরও এক সদস্য আমির উদ্দিন বাবুলের নামে ৯টি মাদক মামলা রুজু রয়েছে। সে ৪ বছর আগে আইনের চোখ ফাঁকি দিয়ে বিদেশে পাড়ি দিয়েছে। অভিযুক্তরা এলাকায় মদ,গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, ভারতীয় নাসির উদ্দিন বিড়িসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা করেন। মাদক পাচারকালে ব্যবসায়ীরা ইচ্ছামত চলাচলের রাস্তা তৈরি করে এলাকার বিভিন্ন ব্যক্তির ফসলের ক্ষেত নষ্ট করার অভিযোগ করেন তারা।


বিজ্ঞাপন

মাদক কারবারিরা প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পায় না। এ ব্যাপারে এলাকার লোকজন প্রতিবাদ করলে বিদেশে অবস্থানরত আমির উদ্দিন বাবুল বিভিন্ন জনের মোবাইল ফোনে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে দেওয়া আবেদনের অনুলিপি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের বিভিন্ন দপ্তরে দেওয়া হয়েছে।

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদনে এলাকাবাসীর পক্ষে স্বাক্ষর করেন- আঃ হান্নান,মহি উদ্দিন,আপ্তাব আলী, ইউসুফ আলীসহ ৮জন।

এ ব্যাপারে অভিযুক্ত আইন উদ্দিন জানান, আবেদনকারিরা আমাদের ওপর মিথ্যা অভিযোগ দিয়েছেন। তারা বিভিন্ন সময়ে আমাদেরকে নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে। আমরা মাদক ব্যবসায় জড়িত নই। অভিযুক্ত প্রবাসী আমির উদ্দিন বাবুল ইমু কলে জানান, আমি কয়েকদিন আগে ফেসবুকে লাইভে কিছু কথা বলি। তার জের ধরে তারা আমাদের ওপর মিথ্যা,বানোয়াট অভিযোগ করেছে।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, আমরা ওই এলাকায় পুলিশ পাঠিয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *