নিজস্ব প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী কুড়িপাইকা নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩৬ লক্ষ ৬৯ হাজার টাকা মূল্যের ১,২২৩ মিটার ভারতীয় উন্নতমানের ব্লেজারের কাপড় জব্দ করেছে বিজিবি, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) আজ রবিবার ২৭ অক্টোবর, সকালে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কুড়িপাইকা নামক এলাকা দিয়ে ভারতীয় মালামাল অবৈধভাবে বাংলাদেশে চোরাচালান হবে।
এ প্রেক্ষিতে আনুমানিক সকাল সাড়ে ১০ টায় সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ ফকিরমোড়া বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০২২/এমপি হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুড়িপাইকা নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনা কালে বিজিবি টহলদল ১,২২৩ মিটার ভারতীয় উন্নতমানের ব্লেজারের থান কাপড় জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য-৩৬,৬৯,০০০ (ছত্রিশ লক্ষ ঊনসত্তর হাজার) টাকা। জব্দকৃত কাপড় আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত হতে কোনো চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবি গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।