নিজস্ব প্রতিনিধি (ফেণী) : আজ রবিবার ৩ নভেম্বর, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধীনস্থ দেবপুর ও মধুগ্রাম বিওপির টহলদল দায়িত্বপূর্ণ ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনা কালে বিজিবি টহলদল ভারতীয় ১,০২৬ পিস শাড়ি, ৩৮০ পিস বিছানার চাদর, ১২০০ পিস চশমা, ৩০০ পিস এনজিও গ্রাম কেডি তার, ৪০০ পিস বিউটি ক্রিম, ৬৫ পিস জিলেট গার্ড, ২০ পিস কম্বল এবং ভারতীয় বিভিন্ন প্রকার জর্দ্দা-৯০০ পিস জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ১,১৬,২৫,৮০৫ টাকা।
জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।