কুমিল্লার শাহাপুর সীমান্তে বিজিবি’র অভিযান  :  মাদকসহ ২ ভারতীয় নাগরিককে আটক ও থানায় মামলা দায়ের  

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (কুমিল্লা) : বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ শাহাপুর পোস্টের টহলদল গতকাল শনিবার ২ নভেম্বর সন্ধ্যায় দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০৮৪/৭-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাপুর নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন

উক্ত অভিযান পরিচালনা কালে  বিজিবি টহলদল ০৪ ক্যান বিয়ারসহ ২ জন ভারতীয় নাগরিককে আটক করতে সক্ষম হয়েছে।


বিজ্ঞাপন

আটককৃতরা ভারতের ত্রিপুরার সিপাহজ্বলা জেলার সোনামুড়া থানার সুভাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মোঃ রনি (২১) এবং আইয়ুব আলীর ছেলে মোঃ দেলোয়ার হোসেন (১৮)। আটককৃতদেরকে ১৯৫২ সালের বাংলাদেশ কন্ট্রোল অব এন্ট্রি এ্যাক্ট এর ৪ ধারা এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(ক) ধারার অপরাধে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। যার মামলা নম্বর-০৪, তারিখ ০২ নভেম্বর ২০২৪।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *