মিঠাপুকুর প্রতিনিধি : মিঠাপুকুর উপজেলার ৭নং লতিবপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে মোঃ মহব্বত আলী(৪৫)।তার পিতা মারা যাবার পর সংসারের হাল ধরতে মসজিদের ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন।এর পাশাপাশি বাড়িতে সেলাইয়ের কাজ করতেন।গ্রাম্য মসজিদের ইমামতিতে বেতন কম হওয়ায়,তার সংসারের খরচ যোগাতে সেলাই করে দিন চলতো।তার পরিবারে রয়েছে তিন ভাই, দুই বোন।মসজিদের ইমামতির বেতন ও তার সেলাইয়ের কাজের উপার্জন দিয়ে তার বোনদের বিয়েও দেন তিনি।এমতাবস্থায় অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন,বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ফলাফল অনুযায়ী মোঃ মহব্বত আলীর হিফ জয়েন্ট করাতে হবে।
এবং কিডনীর নিচে দুইটি বল ড্যামেজ হওয়ায় ডাক্তারী পরামর্শ অনুযায়ী তা পরিবর্তন করতে হবে।এই দুটি অপারেশনে (৫,০০,০০০-)পাঁচ লক্ষ টাকা লাগবে বলে জানিয়েছেন তার ডাক্তার।প্রতিদিন তার ঔষধ কিনতে অনেক টাকার প্রয়োজন হয়,যা তার পরিবারের পক্ষ থেকে বহন করা একদম সম্ভব হচ্ছে না।
অসুস্থ হবার পর থেকে, তাহার ইমামতি চলে যায়,সেলাইয়ের কাজও করা সম্ভব হয়নি আর।যেখানে না খেয়ে থাকতে হয় ইমাম মোঃ মহব্বত আলীর পরিবারকে, সেখানে তার পরিবার তাকে কিভাবে চিকিৎসা করাবে, সেই চিন্তায় দিশেহারা তার পরিবার।ইমাম মোঃ মহব্বত আলী সহ তার পরিবার।
তারা দেশবাসী সহ সকলের কাছে চিকিৎসার জন্য অর্থ সহায়তা চেয়েছেন। বিকাশঃ ০১৭০৭৬৫০৮০৩, ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং –৭০১৭৫১৩৮৬৩০৬১, সাহায্য পাঠানোর আগে অবশ্যই যাচাই করে সহযোগিতা করবেন।