নিজস্ব প্রতিনিধি : কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার হতে পলাতক নেত্রকোনা জেলার সদর থানার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত সুফিয়া খাতুন (৩৫) হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মোঃ আবুল হোসেন (৫১)’কে নেত্রকোনা জেলার সদর থানাধীন শ্রীধরপুর এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৪ ও র্যাব-১৪ এর যৌথ আভিযানিক দল।
সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি ও অস্ত্রধারী সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতারে র্যাবের জোরালো তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ ও র্যাব-১৪ এর যৌথ আভিযানিক দল নেত্রকোনা জেলার সদর থানার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত সুফিয়া খাতুন (৩৫) হত্যা মামলায় কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার হতে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মোঃ আবুল হোসেন (৫১)’কে ৬ নভেম্বর, সকালে নেত্রকোনা জেলার সদর থানা শ্রীধরপুর এলাকা হতে গ্রেফতার করতে সমর্থ হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ আবুল হোসেন (৫১)’কে নেত্রকোনা জেলার সদর থানার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত সুফিয়া খাতুন (৩৫) হত্যা মামলায় গত ১১ নভেম্বর আদালত মৃত্যুদন্ডের সাজা প্রদান করেন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী পুলিশের হাতে গ্রেফতার হয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার, গাজীপুর এ বন্দী থাকে।
গত ৫ আগষ্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশের আইন শৃংখলা ও নিরাপত্তা পরিস্থিতি কিছুটা ভেঙ্গে পড়লে সেই সুযোগ কাজে লাগিয়ে গ্রেফতারকৃত আসামী কারাগারে অবস্থানরত অন্যান্য আসামীদের সাথে যোগসাজশে কাশিমপুর কারাগারের মধ্যে দাঙ্গা হাঙ্গামা, ভাংচুর এবং অগ্নিসংযোগ করে জেল ভেঙ্গে পালিয়ে আত্মত্মগোপনে চলে যায়। উক্ত ঘটনায় জেল কর্তৃপক্ষ বাদী হয়ে কোনাবাড়ী থানা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এ মামলা দায়ের করে।
র্যাব-৪ ও র্যাব-১৪ এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৬ নভেম্বর, সকালে নেত্রকোনা জেলার সদর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে মৃত্যুদন্ডপ্রাপ্ত জেল পলাতক আসামী মোঃ আবুল হোসেন (৫১)’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।