নিজস্ব প্রতিবেদক (ঝিনাইদহ) : বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহেশপুর ব্যাটালিয়ন ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী সামন্তা রায়পুর এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ৫.৪৭৮ কেজি ওজনের ৪৬টি স্বর্ণের বারসহ ০২ জন পাচারকারীকে আটক করেছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, গতকাল সোমবার ১৮ নভেম্বর, বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, মহেশপুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সামন্তা এলাকা দিয়ে কতিপয় চোরাকারবারী বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার করবে।
এ প্রেক্ষিতে মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়কের দিকনির্দেশনায় অধীনস্থ সামন্তা বিওপি’র একটি বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ রায়পুর গ্রামের মোঃ আলতাফ হোসেনের ধান ক্ষেতের মধ্যে অবস্থান করে। গোয়েন্দা তথ্যের বর্ণনা মোতাবেক আনুমানিক বিকেল ৫ টার দিকে ২ জন ব্যক্তিকে পায়ে হেঁটে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি টহলদল তাদেরকে ধাওয়া করে আটক করে।
পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশি করে কোমরে সুকৌশলে লুকানো অবস্থায় সর্বমোট ৪৬টি স্বর্ণের ফ্লাটবার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ওজন ৫.৪৭৮ কেজি এবং বর্তমান বাজারমূল্য প্রায়- ৫,৯৫,৫৩,২১০ (পাঁচ কোটি পঁচানব্বই লক্ষ তিপ্পান্ন হাজার দুইশত দশ) টাকা।
আটককৃত স্বর্ণ চোরাকারবারীরা যথাক্রমে, ঝিনাইদহের মহেশপুর উপজেলার ছয়ঘড়িয়া রায়পুর গ্রামের মৃত রজব আলী মন্ডলের ছেলে মোঃ আব্দুল কাদের মন্ডল (৬০) এবং রায়পুর গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে মোঃ দুলাল (৪৮)। শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন ও নিজ জিম্মায় রাখার অপরাধে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বারগুলো ঝিনাইদহ ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।