মোহাম্মদ মাসুদ : ঐতিহাসিক ছাত্র জনতার আন্দোলনে ২৪ এর গণঅভ্যুত্থান ও স্বাধীনতা পুনোদ্ধারে হাজারো প্রাণের বিনিময়ে রক্তের সাগরে অর্জিত প্রাণাধিক প্রিয় স্বাধীনতা। সকল মহান শহীদদের স্মরণে নাঙ্গলমোড়া আন্ত: গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ ইং এর শুভ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।গতকাল ২৯ নভেম্বর, নাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্বোধনী ম্যাচে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোহাম্মদ আলী চৌধুরী পেয়ারু যুগ্ম আহবায়ক, গুমানমর্দ্দন ইউনিয়ন বিএনপি ।উক্ত উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহবুবুল আলম চৌধুরী সাবেক সাধারণ সম্পাদক, হাটহাজারী উপজেলা বিএনপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান।উক্ত উদ্বোধনী ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মীর কাশেম সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা ও সাবেক সাংগঠনিক সম্পাদক, হাটহাজারী উপজেলা বিএনপি।
উক্ত উদ্বোধনী ম্যাচে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব এইচ এম হুজ্জাতুল ইসলাম আহবায়ক, নাঙ্গলমোড়া খেলোয়াড় কল্যাণ সমিতি । উক্ত উদ্বোধনী ম্যাচে সঞ্চালনায় ছিলেন,জনাব ওয়াহিদুল আলম,সদস্য সচিব, নাঙ্গলমোড়া খেলোয়াড় কল্যাণ সমিতি।
উক্ত উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে জনাব মাহবুবুল আলম চৌধুরী বলেন, গত ১৫ বছর মানুষ জিম্মি ছিল। মানুষের মত প্রকাশের স্বাধীনতা ছিল না এবং খেলাধুলা ঠিকমতো করতে পারত না। ছেলেমেয়েরা মাদকাসক্তের দিকে ধাবিত হয়েছিল কিন্তু এখন মানুষ তাদের মতামত ব্যক্ত করতে পারছে। ইয়ং জেনারেশন মাদক ছেড়ে খেলাধুলায় অংশগ্রহণ করছে ।তিনি আরো বলেন, এমন একটি সুন্দর উদ্যোগ গ্রহণ করায় আমি আয়োজকদের কৃতজ্ঞতা প্রকাশ করছি ।
সভাপতি বক্তব্যে, এইচ এম হুজ্জাতুল ইসলাম বলেন, আমি অত্যন্ত গর্বের সাথে বলতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল শিক্ষার্থী নিহত হয়েছেন, তাদের স্মরণে আমরা ৮টি ফুটবল টিম গঠন করেছি।
তিনি আরো বলেন, যে সকল শিক্ষার্থীদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি এই নতুন দেশ, তাদের স্মরণে অনেকেই অনেক কিছু করেছে কিন্তু কেউ ফুটবল টিম গঠন করেনি, যা নাঙ্গলমোড়া খেলোয়াড় সমিতিই প্রথম।
তিনি আরো বলেন, আপনারা জেনে আনন্দিত হবেন,আজকের উদ্বোধনী ম্যাচে যে দুইটি শক্তিশালী দল অংশগ্রহণ করেছে। তাদের একটি দল শহীদ মীর মুগ্ধ একাদশ বনাম শহীদ বিন ইয়ামিন একাদশ।
উক্ত উদ্বোধনী খেলায় শহীদ বিন ইয়ামিন একাদশ ১-০ গোলে শহীদ মীর মুগ্ধ একাদশকে পরাজিত করে। নির্ধারিত খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচ এর ট্রফি শহীদ বিন ইয়ামিন একাদশের অধিনায়কের হাতে তুলে দেন, উক্ত উদ্বোধনী ম্যাচের প্রধান অতিথি জনাব মাহবুবুল আলম চৌধুরী।
উক্ত উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন, মোহাম্মদ গিয়াস উদ্দিন,মোঃ সেলিম হাসান, মোঃ দিদারুল আলম মুন্সি, বখতিয়ারুল ইসলাম,মোঃ ফিরোজ চৌধুরী ও অন্যান্য নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।