গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক পিপি এস এম মুনির হিটলার ভারত পালাতে গিয়ে গ্রেফতার 

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী :  ভারতে যাওয়ার পথে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক পিপি এস এম মুনির হিটলারকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন

আটক এস এম মুনির হিটলার গোপালগঞ্জ জেলা শহরের ব্যাংকপাড়ার বাসিন্দা এবং জহুরুল হকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। গোপালগঞ্জ-২ আসনের সাবেক এমপি শেখ সেলিমের ঘনিষ্ঠ হিসেবে এস এম মুনির হিটলার জেলা আওয়ামী লীগের সদস্য হন।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে ভারতে প্রবেশের উদ্দেশ্যে দর্শনা চেকপোস্টে আসেন এস এম মুনির। নিয়মিত প্রক্রিয়ায় তার পাসপোর্ট ও কাগজপত্র যাচাই-বাছাই করা হলে তার বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মামলা থাকার তথ্য বেরিয়ে আসে। এরপরই তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন

দর্শনা ইমিগ্রেশন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) তারেক মাহমুদ গণমাধ্যমকে জানান, “গোপালগঞ্জ সদর থানায় দায়ের করা মামলার ভিত্তিতে আওয়ামী লীগ নেতা এস এম মুনিরকে আটক করা হয়েছে।


বিজ্ঞাপন

পরবর্তীতে তাকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।” তার পরিবারের পক্ষ থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান হয়, তিনি চিকিৎসার উদ্দেশ্যে ভারত যাচ্ছিলেন।

এনসিপির সাথে আওয়ামী লীগের সংহিতার ঘটনায় অন্যান্য আইনজীবীদের সাথে  তাকেও মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।  পুলিশ জানিয়েছে, প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *