মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জে অবৈধভাবে বালু কাটা বন্ধ হওয়ায় প্রতিবেশীর বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী সাবু শেখ গং দের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ সদর উপজেলার উরফি গ্ৰামে। হুমকির শিকার হওয়া পরিবারের প্রধান বাচ্চু খাঁন সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, বেশ কিছুদিন ধরে প্রতিবেশী সাবু শেখ অবৈধভাবে ড্রাম ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আমাদের এজমালি পুকুর ভরাট করছিল।
গত বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ তারিখে হরিদাস পুর ভূমি অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ আলী সহ একটি টিম ঘটনা স্থলে এসে বালু কাটতে দেখে পাইপ ভেঙ্গে দিয়ে মেশিন বন্ধ করে দেন। এসময় ভূমি কর্মকর্তাদের সাথে বাক বিতন্ডা ও হাতাহাতি করে সন্ধ্যা পর্যন্ত তাদের অবরুদ্ধ করে রাখে প্রভাবশালী সাবু শেখ নাছির শেখ ও তার লোকজন।
পরে স্থানীয় এক মুরব্বি তাদের উদ্ধার করে। পাইপ ভাংতে ভূমি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ আলী আমার কাছ থেকে কুড়াল চেয়ে নেওয়ায় আমার উপরও ক্ষিপ্ত হয় প্রতিবেশী সাবু শেখ। পরে ভূমি অফিসের লোকজন চলে যাওয়ার পর আমাকে হত্যার উদ্দেশ্যে আমার বাড়ীতে সাবু শেখ, নাছির শেখ ও তার লাঠিয়াল বাহিনী আমার বাড়িতে এসে আমায় বাড়িতে না পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণ নাশের হুমকি ধামকি দেয় এবং মহিলাদের সাথে খারাপ আচরণ করে।
এবিষয়ে হরিদাস পুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, ইতোমধ্যেই অবৈধভাবে বালু উত্তোলন কারী সাবু শেখ নাছির শেখ ও ড্রাম ড্রেজারের মালিক মাসুদ মোল্লা সহ বেশ কয়েকজনের নামে সরকারি কাজে বাঁধা প্রদান করার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
বালু কাটা বন্ধের অভিযান চালানোর সময় আমাদের উপর ও হামলা করেছিল ওই বেপরোয়া চক্র। সরেজমিনে গিয়ে দেখা যায় বালু ভরাটকৃত পুকুরের একপাশে চান্দু শেখ একটি টয়লেট নির্মান করেছেন। তাতে ঐ পুকুরের পানি দূষিত হচ্ছে। সংশ্লিষ্টরা তাকে টয়লেট নির্মানে নিষেধ করলেও তিনি তা মানেননি।