প্রাইভেট কারের চাপায় ট্রাফিকের পুলিশ সার্জেন্ট গুরুতর আঘাতপ্রাপ্ত

Uncategorized অপরাধ আইন ও আদালত ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

নাজমুল হাসান :  গতকাল সন্ধ্যা ৭.৪৫ টায় রমনা ট্রাফিক ডিভিশনের কাটাবন মোড়ে ট্রাফিকের ডিউটি পালনের সময় সার্জেন্ট মো: সাইফুল ইসলামকে একটি প্রাইভেট কার(ঢাকা মেট্রো-গ ৪৫-০৫৮৭) চাপা দেয়। এতে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট সাইফুল ইসলাম গুরুতর আঘাত প্রাপ্ত হন। তাকে চিকিৎসার জন্য দ্রুত পপুলার হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার সময়ে আশেপাশের জনতা ড্রাইভার সহ গাড়িটি আটক করেন। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ড্রাইভার সহ গাড়িটিকে শাহবাগ থানায় নেয়া হয়েছে।


বিজ্ঞাপন

রাজধানীর রমনা ট্রাফিক ডিভিশনের কাটাবন মোড়ে ট্রাফিকের ডিউটি পালনের সময় একটি প্রাইভেট কার ট্রাফিক সার্জেন্ট মো: সাইফুল ইসলামকে চাপা দেয়। এতে সার্জেন্ট সাইফুল ইসলাম গুরুতর আহত হন এবং তাকে দ্রুত পপুলার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। গতকাল রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭.৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন

সহকারী পুলিশ কমিশনার, ট্রাফিক, শাহবাগ জোন, মেহেদী হাসান শাকিল গণমাধ্যমকে জানান-ট্রাফিকের ডিউটি পালনের সময় একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ৪৫-০৫৮৭) ট্রাফিক সার্জেন্ট মো: সাইফুল ইসলামকে চাপা দেয়। এতে সার্জেন্ট সাইফুল ইসলাম গুরুতর আহত হন এবং তাকে দ্রুত পপুলার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর আশেপাশের জনতা গাড়িটি আটক করে এবং ড্রাইভারসহ গাড়িটিকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। শাহবাগ থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনায় রমনা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সার্জেন্ট সাইফুল ইসলামের সুস্থতা কামনা করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *