মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে মহব্বত বিশ্বাস নামের এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
বুধবার (১১ ডিসেম্বর) সকালে নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের চাকই গ্রামের শামসুর গাজীর বাঁশ বাগান থেকে মহব্বত বিশ্বাস নামক এক যুবকের ঝুলন্ত মরা দেহ উদ্ধার করেছে পুলিশ। মহব্বত বিশ্বাস বিছালী ইউনিয়নের চাকই গ্রামের কালাম বিশ্বাসের বড় ছেলে। এলাকাবাসী ও স্বজনদের সূত্রে জানা যায়,গত (১০ ডিসেম্বার) মঙ্গলবার রাতে বাড়ি থেকে রুখালী কবি গান শুনার উদ্দেশ্যে বের হয়। কিন্তু সারারাতের মধ্যে বাড়িতে না ফিরলে সকালে পরিবারের লোক জন তাকে খোঁজা খুজি করতে থাকে,পরবর্তীতে আজ (১১ ডিসেম্বার) বুধবার সকালে একই এলাকার মফিজ গাজী গরু চড়াতে গিয়ে শামসুর গাজীর বাশঁ বাগানে মহব্বতের ঝুলন্ত মরা দেহ দেখতে পেয়ে চিৎকার দিলে এলাকার লোকজন ছুটে আসে এবং নড়াইল সদর থানায় খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। এদিকে,মহব্বত বিশ্বাসের বাবা ও ছোট ভাই এর অভিযোগ একই গ্রামের প্রবাসী রাসেলের স্ত্রী’র কাছে বিদেশ যাওয়ার জন্য মহব্বত ৪ লাখ টাকা দিলেও বিদেশে না নিয়ে নানা হুমকি ধামকি দিয়ে এসেছে আজ মহব্বতের লাশ পেলাম,মহব্বত বিশ্বাসকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে,যারা এমন জঘন্য কাজ করেছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুল ইসলাম বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করি,লাশের পাশে কিছু আলামত পাওয়া যায়,ময়না তদন্তের পর সঠিক ভাবে বলা যাবে হত্যা নাকি আত্মহত্যা।