ফরিদপুরের ভাঙায় বালুর ইজারা নিতে গিয়ে বিএনপির ৪ নেতাকর্মী আহত 

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

ফরিদপুর প্রতিনিধি :  জব্দ করা বালু ইজারা নিতে গিয়ে  হামলা ও ফাঁকা গুলির অভিযোগ উঠেছে। এসময় বিএনপির চার নেতাকর্মী আহত হওয়ায় তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ১১টার দিকে ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের চরমুগডোবায়।


বিজ্ঞাপন

আহতরা হলেন, ঢাকা বাংলা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেয়ান জমাদার (৩০), বিএনপির কর্মী কাওছার হোসেন (৪০), আব্দুর রহমান (৪০) ও কুদ্দুস জমাদ্দার (৫০)।


বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, গত মাসে আড়িয়াল খাঁ নদী থেকে অবৈধ ভাবে প্রায় ৫ লাখ ঘনফুট বালু উত্তোলন করে আওয়ামী লীগ নেতা রিপন খাঁ ও বিএনপির নেতা রবিউল জমাদার। ওই বালু তৎকালীন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা জব্দ করেন। মঙ্গলবার সকালে  উপজেলা প্রশাসন ৩ লাখ ৭ হাজার টাকায় ইজারাদের নিকট বিক্রি করেন।

এসময় রিপন খাঁসহ উপজেলা বিএনপির কতিপয় নেতাকর্মী হাজির হলে আওয়ামী লীগ নেতা রিপন খাঁ তার লোকজন বিএনপির নেতাকর্মীকে ধরে নিয়ে মারধর  করে। অভিযোগ উঠে সেখানে ফাঁকা গুলি করা হয়।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, আড়িয়াল খাঁ নদের পাড়ে জব্দকৃত ৩ লাখ ঘনফুট বালু কাউলিবেড়া ইউনিয়ন পরিষদ ভবনে বসে ৩ লাখ ৭ হাজার টাকায় টেন্ডার দেওয়া হয়। আড়িয়াল খাঁ নদের পাড়ে জব্দকৃত বালু পরিদর্শনে যাওয়ার পর সেখানে কিছু লোকজন হটটোগোল করেছে। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদুর রহমান বলেন

কাউলিবেড়া ইউনিয়নের চরমুগডোবা এলাকার একটি বালুর ইজারা নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আনে। তবে কোন গুলি ঘটনা ঘটেছে এমনটা জানা  যায়ননি। অভিযোগ পাওয়া গেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নিবে পুলিশ।

জব্দকৃত বালু ইজারা বিজয়ী ফরিদপুর জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক রবিউল হাসান রনি জানান, বালুর ইজারায় আমি বিজয়ী হওয়ার পর স্থানীয় আওয়ামী লীগ নেতা রিপন খাঁ ক্ষিপ্ত হয়ে তার লোকজন নিয়ে  হামলা ও ফাঁকা গুলি করে বলে তিনি অভিযোগ করেন। এঘটনায় মামলা করারা হবে বলেও জানান বিএনপি নেতা রবিউল ইসলাম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *