নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিমানবন্দর থানা এলাকা থেকে ছয় মামলার আসামি মোঃ অন্তর (২৪) কে গাঁজাসহ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা পুলিশ। গতকাল বুধবার ১১ ডিসেম্বর, দুপুর ১ টা ৫০ মিনিটের সময় বিমানবন্দর গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিমানবন্দর থানা সূত্রে জানা যায়, বিমানবন্দর গোলচত্বরে এক ব্যক্তি গাঁজাসহ অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে বিমানবন্দর থানার একটি দল। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অন্তর কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত অন্তরের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত অন্তরের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও মাদকসহ আরো ছয়টি মামলা রয়েছে গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।