ফরিদপুরের চরভদ্রাসনে পৌষের আগেই জেঁকে বসেছে হাড়কাপানো শীত 

Uncategorized গ্রাম বাংলার খবর জীবন-যাপন বিশেষ প্রতিবেদন সারাদেশ

ফরিদপুর প্রতিনিধি  :  পৌষের আগেই ফরিদপুরের চরভদ্রাসনে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। শীতের দাপটে যেন কাবু হয়ে পড়ছে মানুষ। উত্তরের হিমেল বাতাসে আরও বেড়েছে শীতের তীব্রতা।


বিজ্ঞাপন

তীব্র ঠান্ডায় গ্রামাঞ্চলের হতদরিদ্র মানুষজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে উপজেলাটির বিভিন্ন এলাকা।


বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ভোরের পর থেকে কুয়াশার চাদরে আড়াল হতে থাকে প্রকৃতি। বাংলা পৌষ মাসের শুরুতে ঠান্ডা প্রকৃতি আর এমন কুয়াশা এসব এলাকার জন-জীবনে কর্মের ব্যাঘাত ঘটছে। তবে থেমে নেই কর্মজীবী মানুষের চলাচল। কুয়াশার সকালে কৃষকরা নেমে পড়েছেন মাঠে।

কৃষকরা জানান, শীতের দিন মাঠে কাজ করতে ও দোকান চালানো খুব কষ্ট হয়ে যায়। নাক মুখ দিয়ে ঠান্ডা কুয়াশা ঢুকে পড়ে। ঠান্ডার কারণে গরিব মানুষকে অনেক কষ্টের মধ্যে পড়তে হচ্ছে।

ফরিদপুর আবহাওয়া অধিদপ্তর বলছে, শেষ রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা ও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায়ও মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। এতে স্বাভাবিক কাজকর্ম কিছুটা ব্যহত হতে পারে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *