জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীর ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠিত হয়েছে। গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) রাতে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে এক সাধারণ সভায় ২ বৎসর মেয়াদী ৯ সদস্য বিশিষ্ট এ কার্যনিবাহী কমিটি অনুমোদন দেওয়া হয়।
উক্ত কমিটিতে দৈনিক দিনকাল সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি সোলায়মান বাবু কে সভাপতি ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়।
সহ -সভাপতি হিসেবে গোলাম কিবরিয়া, কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক হিসেবে মোঃ লুৎফর রহমান, মোঃ আব্দুর রাজ্জাক,অর্থ সম্পাদক হিসেবে সোহেল রানা, কার্যনিবাহী সদস্য হিসেবে দৈনিক আমাদের সময় সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি আবুল হোসেন, দৈনিক বাংলাদূত পত্রিকার সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি আবুল হোসেন চাঁদ কে নির্বাচিত করা হয়।
উক্ত কমিটির আহ্বায়ক দৈনিক মুক্ত খবর পত্রিকার সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি রাজু আহমেদ, সদস্য সচিব বিজয় টিভি ও দৈনিক সময়ের আলো পত্রিকার সরিষাবাডী উপজেলা প্রতিনিধি সোহানুর রহমান এর যৌথ স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন করেন।
নব গঠিত সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের কমিটি সকলের আন্তরিকতা ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।