নিজস্ব প্রতিনিধি (সিলেট) : একাওরের মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী পুলিশ বীর মুক্তিযোদ্ধা এবং আত্মোৎসর্গকারী শহীদ পুলিশ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেও সংবর্ধনা প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হয়েছে।
মঙ্গলবার সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজেনে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান, পিপিএম।
পুলিশ সুপার তার দেয়া বক্তব্যে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আপনাদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা তাঁদের বীরত্বগাথা ও স্মৃতিচারণমূলক বক্তব্য তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে একটি স্মৃতিফলক স্থাপনের দাবি জানান।
পুলিশ সুপার অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের হাতে ফুল ও শুভেচ্ছা উপহার তুলে দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সদর থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য অফিসার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।