নিজস্ব প্রতিনিধি (রংপুর) : বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিস এবং উপজেলা প্রশাসন, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা এর উদ্যোগে ২৩ ডিসেম্বর, ২০২৪ তারিখে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে ২ টি প্রতিষ্ঠানকে ওজন ও পরিমাপ মানদন্ড আইনে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে মৌসুমি বেকারী, পান্থাপাড়া, গোবিন্দগঞ্জ, গাইবান্ধাকে বিস্কুট ও ব্রেড এবং এস ডি বেকারি, ফাসিতলা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধাকে চানাচুর ও কেকের মোড়কজাত সনদ ও গুণগত মানসনদ না থাকায় ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযান পরিচালনা করেন গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আসাদুজ্জামান। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ মোঃ তাওহিদ আল আমিন এবং পরিদর্শক (মেট্রোলজি) সন্দীপ দাস।
জাতীয় ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর রংপুর বিভাগীয় অফিসের কর্মকর্তারা।