বলাৎকারে হাবি শেখে’র সেঞ্চুরি,নড়াইলে ৯ম শ্রেণির ছাত্রকে বলাৎকারের ঘটনায়,দুই পক্ষের হামলা

Uncategorized অন্যান্য অপরাধ আইন ও আদালত কর্পোরেট সংবাদ

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের বিছালী গ্রামের হাবি শেখ (৪৫) এর বিরুদ্ধে ৯ম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে৷ এঘটনায় ভুক্তভোগী পরিবার অভিযুক্ত হাবি শেখ এর কাছে শুনতে গেলে ভুক্তভোগি পরিবারের সাথে হামলার ঘটনা ঘটে। এসময়,হামলায় দুই পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। মারাত্মক আহত রুবেল শেখ নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। যানা যায়,নড়াইল সদর উপজেলা’র বিছালী ইউনিয়নের বিছালী গ্রামের  হাবি শেখ স্থানীয় মাহফিল থেকে ৯ম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্র মুন্না কাজীকে ডেকে বাড়িতে নিয়ে যায়। তার পরিবারের সাথে তার সুসম্পর্ক রয়েছে দাবি করে তাকে বাড়িতে নিয়ে রাখে। রাত গভীর হলে তার গোপনঅঙ্গে হাত দেয়। পরবর্তীতে তাকে বলাৎকার করে। তখন সে দ্রুত ঘর থেকে বের হয়ে বাড়িতে গিয়ে পরিবারকে জানান,তখন পরিবারের লোক একত্রিত হয়ে বিষয়টি  শুনতে আসলে তাদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে দুই পক্ষ। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি’র ঘটনা ঘটে। ঘটনাস্থলে স্থানীয় ক্যাম্পের পুলিশ আসলে দুই পক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়। বলাৎকারের শিকার মুন্না সাংবাদিকদের বলেন,আমার বাড়ি সদরের চন্ডিবরপুর ইউনিয়নের সীমানন্দপুর গ্রামে,এখানে মামা বাড়ি বেড়াতে এসেছি। মামা বাড়ি’র পাশে মাহফিলে গেলে হাবি শেখ আমাকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। তারপর আমার সাথে খারাপ ব্যবহার করে। আমার গোপনঅঙ্গে হাত দেয়,আমি দৌড়ে বাড়ি এসে মামাকে জানাই৷ পরে মামা ও তার পরিবারের লোক জন বিষয়টি শুনতে গেলে হাবি শেখ,মামার উপর চড়াও  হয়। এক পর্যায়ে মামাকে মারপিট করে। পরবর্তীতে মামার সাথে থাকা লোকগুলো মারামারিতে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ আসলে সবাই চলে যায়। এ বিষয়ে রুবেল শেখ বলেন,আমার ভাগ্নেকে বলাৎকার  কেন করল জানতে গেলে আমাদের উপর চড়াও হয়ে ওঠে হাবি শেখসহ সায়েব আলী শেখ,সাইদুল শেখ,সৌহিদুল শেখ,জাকারিয়া মোল্যা,কামাল শেখসহ অনেকে। তাদের আঘাতে আমার এক হাত ভেঙ্গে গেছে। নাম পরিচয় জানাতে অনিচ্ছুক স্থানীয় গ্রাম বাসি অভিযোগ করে বলেন,হাবি দির্ঘদিন ধরে এ অপকর্ম করে আসছে ছেলেদের সাথে,হাবি সেঞ্চুরি করেছে বলাৎকার করে,এখনি এসমস্ত বলাৎকারকারীর বিচার না হলে,এমন ঘটনা প্রতিনিয়তই ঘটবে। এ বিষয়ে অভিযুক্ত হাবি শেখ বলেন,আমি তাকে বলাৎকার করি নাই। শুধু তার গোপন অঙ্গে হাত দিয়েছি। তারা শুনতে আসার অযুহাতে আমদের অনেককে মারপিট করেছে। ওরা সব আওয়ামী-লীগ। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) বলেন,  এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *