ফরিদপুরের চরভদ্রাসনে প্রচন্ড  শৈত্য প্রবাহ

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

ফরিদপুর প্রতিনিধি :  ফরিদপুরের চরভদ্রাসনে ঝেঁকে পড়ছে প্রচন্ড  শীত। শীতের হাত থেকে বাঁচতে হতদরিদ্র জনগোষ্ঠীকে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করার দৃশ্য  চোখে দেখা গেছে।  বৃহস্পতিবার সারাদিনে চরভদ্রাসনে সূর্যের দেখা মেলেনি। গভীর রাত থেকেই জেঁকে পড়ছে  প্রচন্ড শীত।


বিজ্ঞাপন

চরভদ্রাসন উপজেলার কোন অঞ্চলে কোথাও কোন রোদ উঠা বা সূর্য মুক দেখার খবর পাওয়া যায়নি। সকালে যারা ঘর থেকে বেরিয়েছে সবাই শীতের মোটা কাপড়ে হা- পা  মুখ মাথা ডেকে  ঘর থেকে বেরিয়েছেন সকলে।


বিজ্ঞাপন

চরভদ্রাসন সদর বাজারের রিকশাচালক জাহিদ খাঁ বলেন, গত রাত থেকেই কুয়াশার কারণে রাস্তাঘাট তেমন দেখা যাচ্ছে না। সেইসঙ্গে সূর্যের দেখা নেই সারা দিন। তবে হঠাৎ করে ঠাণ্ডা বাতাসের কারণে বেশি শীত লাগছে। লোকজনের তেমন দেখা নেই। তাই এখন পর্যন্ত ভাড়া হয়েছে মাত্র ২০০ টাকা।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *