রাজধানীতে ডিবি’র (উত্তর) বিভাগ কর্তৃক মলম পার্টির ৫ জন সদস্য সহ মলম বানানোর বিভিন্ন সরঞ্জাম এবং ২ টি বই উদ্ধার 

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী

সারাফাত হোসেন ফাহাদ :  ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক মলম পার্টির ৫ জন সদস্য সহ মলম বানানোর বিভিন্ন সরঞ্জাম এবং ২ টি বই উদ্ধার করছে ডিবি পুলিশের একটি টিম,  এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে, ঢাকা জেলা পুলিশের অভিভাবক মোঃ আনিসুজ্জামান, পুলিশ সুপার, ঢাকা ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন

উক্ত অভিযান পরিচালনা কালে  ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন আশুলিয়া থানাধীন বিশমাইল এলাকা থেকে  আসামী  মোঃ আব্দুর রাজ্জাক (৪২),  মাসুম @ ফারুক চৌধুরী (৪৪), মোঃ কাউছার মিয়া (৩৫), দেলোয়ার হোসেন (৪০) এবং এবং মোঃ শাহাদাত (৪৯), দের কে ১০ পোটলা হালুয়া, মলম বানানোর বিভিন্ন সরঞ্জামাদি এবং ক্যানভাসিং করার জন্য ০২টি বই সহ আজ বৃহস্পতিবার  ৯  জানুয়ারী  ৪ টা ৪০ মিনিটের সময়  গ্রেফতার করেন।


বিজ্ঞাপন

উক্ত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ১ নং আসামী মোঃ আব্দুর রাজ্জাক (৪২) এর নেতৃত্বে পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত সাভার, আশুলিয়া এলাকায় যাত্রীদের হালুয়া সেবন করাইয়া ও চোখে বাম লাগাইয়া যাত্রীদেরকে অজ্ঞান করে যাত্রীদের কাছে থাকা টাকা, মোবাইল, স্বর্নালঙ্কার নিয়া যাওয়ার মতো অপরাধ করিয়া আসিতেছে।

উক্ত আসামীদের সাথে আরো কারা জড়িত আছে সে সংক্রান্তে তদন্ত ও অভিযান অব্যাহত আছে। উক্ত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *