নিজস্ব প্রতিনিধি (সিলেট) : ভারতের মেঘালয় থেকে নিয়ে আসা ১০ লাখ টাকার ফুসকার চালান জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার বিজিবি সিলেট সেক্টরের ২৮- বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুনামগঞ্জের অধিনায়ক (সিও বিজিবি) লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি অধিনায়ক জানান, শুল্ক ফাঁকি দিয়ে মেঘালয় রাজ্য থেকে চোরাচালানের মাধ্যমে একাধিক বস্তায় ভর্তি ৪ হাজার ৩১০ কেজি ফুসকা নিয়ে আসে এপারের চোরাকারবারি চক্র।
এরপর ব্যাটালিয়নের তাহিরপুরের লাউরগড় বিওপির নিয়ন্ত্রিত জাঙ্গালহাটি গ্রামের সামনে জাদুকাটা নদীর পূর্ব তীরে রাখা কিশোরগঞ্জের ভৈরবগামী একটি ইঞ্জিন চালিত ট্রলার যোগে ওই ফুসকার চালান নিতে যেতে প্রস্তুতি নেয় চোরাকারবারি চক্রের সদস্যরা।
খবর পেয়ে ব্যাটালিয়নের তাহিরপুরের লাউরগড় বিওপির বিজিবির টহল দল বৃহস্পতিবার রাতে জাঙ্গালহাটি গ্রামের সামনে জাদুকাটা নদীর পূর্ব তীর থেকে প্রায় ১০ লাখ টাকা মুল্যের ওই ফুসকার চালানটি জব্দ করে।