ভেজাল কেমিক্যাল ব্যবসায়ী ও জেল খাটা দাগী আসামি এখন  আইসিডিডিআরবি’র প্রকৌশলী !

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  :  আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান আইসিডিডিআরবি-তে কর্মরত প্রকৌশলী সাইফুল ইসলাম বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথোরিটি(বিডা)-এর উৎপাদন লাইসেন্স, ফায়ার লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে সাভারে আবাসিক এলাকায় বাসায় কারখানা খুলে বিল্ডিং কেয়ার টেকনোলজি (বাড়ি নং-৪৮৬,রোড নং-৩২,ডি.ও.এইচ.এস মহাখালী,ঢাকা, কারখানা-৪৪/১,রাজাবাড়ি, সাভার, ঢাকা) নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ভেজাল কেমিকেল পণ্য উৎপাদন ও বিক্রি করে দেশ ও জনগণের ব্যাপক ক্ষতি সাধন করার সাথে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুন্ন করছেন বলে সংশ্লিষ্ট মহল দাবি করছেন।


বিজ্ঞাপন

জানাগেছে, বুয়েটের কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও সায়েন্স ল্যাবরেটরীর অনুমোদন ব্যতিরেকে; কেমিকেল উৎপাদনের আবশ্যকীয় বিল্ডিং কোড না মেনে ঢালাও ভাবে ৮টি পণ্য উৎপাদন ও ডিলারদের মাধ্যমে দেশব্যাপি বাজারজাত করছে।


বিজ্ঞাপন

বিল্ডিং কেয়ার টেকনোলজি লি: বিল্ডিংয়ে ব্যবহৃত নিম্ন মানের এডমিক্সার তথা রসদ তৈরি করছে। ঢ়ি-১, ঢ়ি-২, ঢ়ি-৩, ষবধশ মঁধৎফ তৈরি করে সরবরাহের মাধ্যমে দেশের বিভিন্ন নির্মান কাঠমোতে দেদারসে ব্যবহারের ফলে কাঠমো সমূহকে হুমকির মুখে ফেলে দিয়েছে। ইতিমধ্যে উক্ত কোম্পানীর প্রডাক্টস ব্যবহার করে অনেক ভোক্তা প্রতারিত হয়েছেন। ভূমিকম্প নিরোধক ভেজাল কেমিকেল বাজারজাত করে স্থাপনাসমুহ মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।


বিজ্ঞাপন

এমনকি গ্রাজুয়েট কোন কেমিস্ট ছাড়াই;ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামের তত্ত্বাবধানে সুপ্রতিষ্ঠিত বড়াল কেমিক্যাল কোম্পানী লি:-এর চাকরিচ্যুত পিওন অস্টম শ্রেণী পড়ুয়া পঙ্কজ মিত্র(পরিচালক) গং দেদারসে ভূমিকম্প নিরোধক কেমিকেল উৎপাদন করে বাজারজাত করেছে।
বিল্ডিং কেয়ার টেকনোলজি লি: এর চেয়ারম্যান হচ্ছেন আইসিডিডিআরবি-তে কর্মরত সিনিয়র প্রকৌশলী সাইফুল ইসলাম।

কোম্পানীর শেয়ার হোল্ডার পরিচালক হচ্ছেন রবিন্দ্রনাথ ঘরামী,পঙ্কজ মিত্র ও মোহ্সিউর রহমান । উক্ত তিনজন শেয়ার হোল্ডার পরিচালক ২০০৬ সালে অর্থ আত্মসাত ও জালিয়াতির অভিযোগে স্বনামধন্য বড়াল কেমিক্যাল কোম্পানী লি: হতে বহিষ্কৃত কর্মচারি।

অথচ প্রকৌশলী সাইফুল ইসলাম তিন অসাধু ব্যক্তিকে নিয়ে অতি মুনাফার লোভে ভেজাল কেমিকেল কারখানা গড়ে তুলেন। ব্যবসার নামে সহজে অর্থ উপার্জনের জন্যে জাল জালিয়াতির আশ্রয় গ্রহন করেন।

সম্প্রতি চেয়ারম্যানের সাথে কোম্পানীর শেয়ার হোল্ডার পরিচালক রবিন্দ্রনাথ ঘরামী,পঙ্কজ মিত্র ও মোহ্সিউর রহমান এর সাথে অর্থ লেনদেনগত স্বার্থের দ্বন্দ্বের কারনে;একজন অপর জনের বিরুদ্ধে মামলায় সম্পৃক্ত হওয়ায় থলের বিড়াল বেরিয়ে পড়ে।

খোদ চেয়ারম্যানই বিভিন্ন সরকারি দপ্তরে তিন শেয়ার হোল্ডারের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগ পত্রের সুবাদে বিল্ডিং কেয়ার টেকনোলজি লি: এর ভেজাল কেমিকেল উৎপাদনের তথ্য জনসম্মুখে প্রকাশ পায় ।

অন্যদিকে ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামের বিরুদ্ধে তার ব্যবসায়িক অংশীদাররা অর্থ আত্মসাতের মামলা করেছেন। মামলায় তিনি একাধিকবার জেলও খেটেছেন। বর্তমানে জামিনে আছেন।

একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত অর্থ আত্মসাতের মামলায় জেলখাটা আসামী ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামের বিরুদ্ধে ভেজাল কেমিকেল ব্যবসার সাথে সম্পৃক্ততা এবং খবরে আইসিডিডিআরবি’র কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *