ভারতের মেঘালয় থেকে নিয়ে আসা সেখ নাসির বিড়ির চালানসহ সোয়া  কোটি টাকার মালামাল জব্দ

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (সিলেট) :  ভারতের মেঘালয় রাজ্য থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা সেখ নাসির উদ্দিন বিড়ি চিনির চালানসহ সোয়া কোটির টাকার অধিক মুল্যের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোররাতে বিজিবি সিলেট সেক্টরের,২৮ বর্ডার গার্ড ব্যাটালয়িন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকন্দি বিওপির বিজিবি টহলদল অভিযান চালিয়ে ওইসব চোরাচালানের মালামাল জব্দ করেছে।


বিজ্ঞাপন

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে আমদানি নিষিদ্ধ অতিরিক্ত নিকোটিনযুক্ত কার্টুন ভর্তি ভারতীয় ৯৯২০ প্যাকেট সেখ নাসির উদ্দিন বিড়ি, ৯২ কেজি জিরা, ১০৪৯৪ কেজি চিনি,চোরাচালানের মালালমাল পরিবহনে কাজে ব্যবহ্নত ০৪টি পিকআপ। জব্দকৃত এসব মালামালের মূল্য প্রায় ১ কোটি ১৬ লাখ ৮৩০ টাকা।


বিজ্ঞাপন

সোমবার বিকেলে বিজিবি সিলেট সেক্টরের , ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জের অধিনায়ন লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি  বলেন, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ছাতারকোনা এলাকা থেকে চিনাকন্দি বিওিপির বিজিবির টহলদল অভিযান চালিয়ে ভারতের মেঘালয় রাজ্য থেকে চোরাচালানের মাধ্যমে আসা ৪টি পিকআপ বোঝাই ওইসব মালামাল জব্দ করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *