নিজস্ব প্রতিনিধি (সিলেট) : ভারতে উৎপাদিত ইনজেকশন মদ গবাদিপশু সেখ নাসির উদ্দিন বিড়ি মদ সহ ১ কোটি ৭৩ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার ভোররাত ও সোমবার গেল দুইদিনে সিলেট সেক্টরের ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাংরাবাজার, সোনালীচেলা, ছাতকের লাফার্জ, সিলেটের কালাসাদেক , উৎমা, পান্তুমাই, ডিবির হাওর, প্রতাবপুর, সোনারহাট, সংগ্রাম, শ্রীপুর বিওপির বিজিবি টহলদল পৃথক পৃথক অভিযানে ওইসব চোরাচালানর মালামাল জব্দ করেছে।
৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো. হাফিজুর গবাদিপশু(মহিষ), চিনি, আমদানি নিষিদ্ধ অতিরিক্ত নিকোটিনযুক্ত সেখ নাসির উদ্দিন বিড়ি, মদ, সুপারী, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ, চোরাচালান কাজে ব্যবহৃত ডিআই ট্রাক, মাহিন্দ্র ট্রাক্টর, সীমান্তনদী পাথর উক্তোলনরত নৌকা সহ প্রায় ১ কোটি ১৬ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে।
সুনামগঞ্জ সীমান্তে ভারতের নয়া দিল্লীতে উৎপাদিত ইনজেশন ফুচকাসহ ৫৭ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার ভোররাত ও সোমবার গেল দুইদিনে সিলেট সেক্টরের ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জের তাহিরপুরের টেকেরঘাট,বালিয়াঘাট,বিশ^ম্ভপুরের চিনাকান্দি,ডলুরা,সদর উপজেলার পেকপাড়া, চিনাউড়া বিওপির বিজিবি টহলদল পৃথক পৃথক অভিযানে ওইসব চোরাচালানর মালামাল জব্দ করেছে।
২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, ভারতের নয়া দিল্লীতে উৎপাদিত নারীদের পিরিয়ড নিয়মিত করনের জন্য প্রজেস্টরন ২৫ হাজার ১৬০টি (১০০ মি.গ্রা.) ইনজেশন, ফুচকা, চিনি, গবাদিপশু (গরু), মেহেদী, মোটরসাইকেল সহ ৫৫ লাখ ৫১ হাজার ১৬০ টাকার চোরাচালানের মালামাল জব্দ করা হয়।
সিলেট এম এজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন বিশেষজ্ঞ চিকিৎসক জানান, নারীদের পিরিয়ড নিয়মিত করনের জন্য প্রজেস্টরন ইনজেকশন ব্যবহার করা হয়ে থাকে, তবে এ ইনজেকশনের ব্যবহার গর্ভপাতে অতিরিক্ত ঝুঁকি থাকে।