নড়াইলের ঘোড়াখালী মোড়ের সেই নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ২০০ নেতাকর্মী খালাস

Uncategorized অনিয়ম-দুর্নীতি অন্যান্য অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জীবন-যাপন প্রশাসনিক সংবাদ রাজনীতি

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ২০০ জনকে নেতাকর্মীকে খালাস দিয়েছে আদালত ৷ ২০১৩ সালের ১১ ডিসেম্বর নড়াইল পৌরসভার ঘোড়াখালি মোড়ে পুলিশের সাথে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলার চার্জশিটভুক্ত ২০০ জন আসামিকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.হাদিউজ্জামান এ বায় দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট মো.আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন । রায়ে খালাস পাওয়া উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন, বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম,জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী মন্ডল,নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ,জামায়াত নেতা ওলিয়ার রহমান ও শরিফুল ইসলাম। এদিকে,মামলা সূত্রে জানা যায়,২০১৩ সালের ১১ ডিসেম্বর নড়াইল পৌরসভার ঘোড়াখালী মোড়ে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। এসময় পুলিশ বাধা দিলে রক্তক্ষয়ী সংঘর্ষ সৃষ্টি হয়। কয়েক ঘন্টা ধরে চলা এ সংঘর্ষ উভয়পক্ষের অনেকে গুরুতর আহত হন। এ ঘটনায় ২০১৩ সালের ১১ ডিসেম্বর নড়াইল সদর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন,উপ-পরিদর্শক (এসআই) আতিকুজ্জামান। এ মামলায় ৭৮ জনের নাম উল্লেখপূর্বক ২৫শ থেকে ৩ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলাটি তদন্ত শেষে ২০১৬ সালের ৭ আগস্ট আদালতে ২০০ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শেখর চন্দ্র মল্লিক।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *