সিলেটের হবিগঞ্জের সাবেক এমপি আবু জাহিরসহ পরিবারের ৫ সদস্যের সম্পদের বিবরণী চেয়ে দুদকের নোটিশ

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

হবিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : সিলেটের  হবিগঞ্জের সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি মোঃ আবু জাহিরসহ তার পরিবারের ৫ সদস্যের সম্পদের বিবরণী দাখিল করার জন্য নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


বিজ্ঞাপন

সোমবার (৩ মার্চ) দুপুরে ছয়জনের নামে পৃথক নোটিশ জারি করে দুদক। এতে তিন সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে। সম্পদ বিবরণী দাখিল না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে এতে উল্লেখ রয়েছে ওই নোটিশে।


বিজ্ঞাপন

এমপি আবু জাহির ছাড়াও নোটিশ দেয়া হয়েছে তার স্ত্রী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলেয়া আক্তার, মেয়ে আরিফা আক্তার মুক্তি, ছেলে ইফাত জামিল, ছোট ভাই মো. আল আমিন এবং মো. বদরুল আলম।


বিজ্ঞাপন

উক্ত নোটিশে বলা হয়, নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি ও আয়ের উৎসের বিস্তারিত বিবরণ পরবর্তী ৩ সপ্তাহের মধ্যে দুদক হবিগঞ্জ কার্যালয়ে দাখিলের জন্য নির্দেশ দেওয়া হলো।

উল্লেখিত সময়ের মধ্যে সম্পদের বিবরণী দাখিল না করলে দুর্নীতি দমন কমিশন আইনের ধারা ২৬ এর উপধারা ২ মোতাবেক তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. এরশাদ মিয়া জানান, ওই ছয় ব্যক্তি আত্মগোপনে থাকায় তাদের বাড়ির দেওয়ালে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। সময়মতো বিবরণী দাখিল না করলে কমিশন আইনগত ব্যবস্থা নেবে।

এর আগে গত ২২ জানুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আবু জাহির ও তার পরিবারের সদস্যদের নামে অপরাধলব্ধ ১০ কোটির বেশি টাকার সম্পদ ক্রোকের আদেশ দেন হবিগঞ্জের স্পেশাল জজ জেসমিন আরা বেগম।

উল্লেখ্য গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালানোর পর থেকে আবু জাহির ও তার পরিবারের সদস্যদের এলাকায় দেখা যায়নি।

দুদকের অভিযোগ, তার পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত ১০ কোটি ১২ লাখ ৩৭ হাজার ৬৭৪ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ মিলেছে। এর মধ্যে বাড়ি, গাড়ি ও জায়গা রয়েছে। এসব সম্পদ মো. আবু জাহির, স্ত্রী আলেয়া আক্তার, ছেলে ইফাত জামিল, মেয়ে আরিফা আক্তার মুক্তি ও ছোট ভাই বদরুল আলমের নামে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *