নিজস্ব প্রতিনিধি (ঝিনাইদহ) : গতকাল সোমবার ১৭ মার্চ, বিকেল ৫ টা ৫০ মিনিটের সময় সোর্সের তথ্যের ভিত্তিতে জানা যায়, বিজিবির মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ জীবননগর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে।

এপ্রিক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর বিওপি’র টহলদল জীবননগর থানা মোড় হতে মোঃ রাজ রকি (৩২) নামের এক যুবককে সন্দেহজনকভাবে আটক করে জীবননগর ক্যাম্পে নিয়ে আসে।

তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে প্রথমে কিছু স্বীকার না করলেও পরবর্তীতে সন্ধ্যা ৬ টা ১০ মিনিটের সময় মলত্যাগ করানো হলে তার মলদার থেকে দুটি কস্টেপ প্যাচানো পোটলা বের হয়ে আসে। উক্ত পোটলা দুটি খোলা হলে প্রায় ৭২৯ গ্রাম ওজনের ০৬ পিস স্বর্ণের বার পাওয়া যায় যার আনুমানিক বাজারমূল্য-৮৭,৪৮,৬৮০ (সাতাশি লক্ষ আটচল্লিশ হাজার ছয়শত আশি) টাকা।
আটককৃত ব্যক্তি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের রেজাউল হক লিটনের ছেলে। তার বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বারসমুহ চুয়াডাঙ্গা সরকারি কোষাগারে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।