যশোরের মনিরামপুরে ১২ বছরের পুতনিকে ধর্ষণের অভিযোগে দাদা আটক

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

যশোর প্রতিনিধি : যশোরের মণিরামপুরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সোমবার রাতে মণিরামপুর সদর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে নিজের ১২ বছর বয়সী পুতনিকে ধর্ষণের অভিযোগে লুৎফর রহমান গাজী নামের ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী মঙ্গলবার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন

জানা গেছে, লুৎফর রহমান গাজীর স্ত্রী খোদেজা বেগম জানিয়েছেন, তার পুতনি অনেক আগে থেকেই তাকে এই বিষয়ে অভিযোগ করে আসছিল। তিনি তার স্বামীকে সতর্কও করেছিলেন। তবে, সোমবার যখন পুতনির চাচতো নানি তাদের বাড়িতে বেড়াতে আসেন, তখন মেয়েটি তার কাছে সব খুলে বলে। এরপর বিষয়টি জানাজানি হলে পুলিশ লুৎফর রহমানকে গ্রেপ্তার করে। খোদেজা বেগম আরও জানান, তার স্বামী এর আগেও এমন ঘটনা ঘটিয়েছে।


বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির বাবা শারীরিক প্রতিবন্ধী এবং তিন বছর আগে তার মা তাদের ছেড়ে চলে যান। ১মাস আগে লুৎফর গাজী শিশুটিকে প্রথমবার ধর্ষণ করেন এবং এর আগেও একাধিকবার তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। শিশুটি তার চাচতো নানীর কাছে সব খুলে বললে বিষয়টি প্রকাশ্যে আসে।


বিজ্ঞাপন

শিশুটির চাচতো নানী এবং মামলার বাদী রাশিদা খাতুন জানান, তিনি যখন তাদের বাড়িতে বেড়াতে আসেন, তখন তার নাতনি তাকে সব কথা জানায়। এরপর তিনি স্থানীয়দের সহায়তায় লুৎফর রহমানকে পুলিশের হাতে তুলে দেন।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, শিশুটির চাচতো নানী বাদী হয়ে লুৎফর রহমান গাজীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন। লুৎফর রহমানকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *