যশোরের অভয়নগরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

সুমন হোসেন (যশোর) :  যশোর জেলার অভয়নগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। বুধবার সকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী’র সভাপতিত্বে প্যারেড, কুচকাওয়াজ পরিদর্শন ও স্বাধীনতা দিবসের শুভ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আব্দুল আলিম।


বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন স্মৃতিসৌধে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, অভয়নগর থানা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।


বিজ্ঞাপন

এ সময় পৃথক পৃথক ভাবে বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর সকাল ৯ টা ৩০ মিনিটে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্যারেড, কুচকাওয়াজ পরিদর্শন করেন। স্বাধীনতা দিবসের শুরুতে উপস্থিত সকলে দাড়িয়ে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তলোন করা হয়। শান্তির প্রতিক হিসাবে সাদা পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরপর শুরু হয় পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের প্যারেড ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশ গ্রহনের মাধ্যমে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে নওয়াপাড়া মডেল মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যপক দেবাশীষ রাহা’র সঞ্চালনায় উপস্থিত অতিথিবৃন্দরা অংশ গ্রহনকারী সকল দলের প্রধানের হাতে পুরষ্কার তুলে দেওয়ার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ আল ফারুক, অভয়নগর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আহমেদ খাঁন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজীব, অভয়নগর থানা বিএনপি’র সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারন সম্পাদক কাজী গোলাম হায়দার ডাব্লু, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মড়ল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভয়নগর শাখার আমীর অধ্যপক মোঃ শরীফ হোসেন, উপজেলা কৃষি অফিসার মোছা: লাভলী খাতুন, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, ছাত্র সমন্বয়ক মোঃ রাকিব পাটোয়ারী সহ প্রমূখ।

পরে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবনে সকল বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে অভিনন্দন জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী। এ সময়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া ও উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। দুপুরে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *