মোঃ সাইফুর রশিদ চৌধুরী : যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্যদিয়ে গোপালগঞ্জে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

সূর্যোদয়ের সাথে সাথে শহীদ স্মৃতিস্তম্ভে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। সকাল সাড়ে ৬টায় সদর উপজেলা পরিষদ সংলগ্ন ৭১-এর বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি সম্মান জানান জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

দিনটি উপলক্ষে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা এবং শহরে সহজে দৃশ্যমান ভবনগুলোয় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হয়।

পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।
সকাল ৯টায় শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
এ সময় জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে মিলাদ মাহফিল, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও নানা কর্মসূচীর আয়োজন করা হয়।
বাদ যোহর গোপালগঞ্জ কোর্ট মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।
এছাড়া জেলার সকল হাসপাতাল, কারাগারে, বৃদ্ধাশ্রম, এতিমখানা, শিশু বিকাশ কেন্দ্র ও শিশু পরিবার এবং ভবঘুরে প্রতিষ্ঠান সমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।