ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে আজ ২৬ মার্চ বুধবার যোগদান করেন মোঃ আতাউল কিবরিয়া । এ সময় নবনিযুক্ত ডিআইজি কে অভ্যর্থনা জানান ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ),মোঃ আবু বকর সিদ্দীক।

এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার (অপারেশনস্),[অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত] মোহাম্মদ জহিরুল ইসলাম বিপিএম; কমান্ডেন্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ, রাশিদা বেগম পিপিএম; অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)[পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত], ময়মনসিংহ, ফাল্গুনী নন্দী; অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)[পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত]।

এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ, মোঃ শামীম হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়, ময়মনসিংহ, মোরশেদা খাতুন; অতিরিক্ত পুলিশ সুপার( অপারেশনস্), রেঞ্জ ডিআইজির কার্যালয়, ময়মনসিংহ, মোঃ মেজবাহ উদ্দিন; সহকারী পুলিশ সুপার (এসএএফ), ময়মনসিংহ, তাহমিনা আক্তার সহ অত্র অফিসের অন্যান্য কর্মকর্তাগণ।

পরে ময়মনসিংহ জেলা পুলিশের সুসজ্জিত চৌকস পুলিশ দল ডিআইজি কে গার্ড অব অনার প্রদান ও ডিআইজির সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।