অভয়নগর (যশোর) প্রতিনিধি : অভয়নগরে পানিতে ডুবে ৭ম শ্রেণীর ছাত্র মোঃ আব্দুল্লাহ (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে (৫ এপ্রিল) শনিবার আনুমানিক সন্ধ্যা ৬ টার সময়। অভয়নগরে নওয়াপাড়া পৌরসভার রাজঘাট-জাফরপুর হাইস্কুলের পুকুরে।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, শনিবার বিকালে নওয়াপাড়া পৌরসভাস্থ নওয়াপাড়া মডেল স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র ও রাজঘাট (সাহেব পাড়া) এলাকার মোঃ জামির হোসেন এর ছেলে আব্দুল্লাহ (১৪)রাজঘাট-জাফরপুর হাইস্কুল মাঠে সহপাঠিদের সাথে ফুটবল খেলা শেষে স্কুলের পুকুরে গোসল করতে যায়।

ভালো সাতার কাটতে জানতো না সে। এক পর্যায়ে পুকুরে গোসল করার সময় গভীর পানিতে পড়ে গেলে তার সহপাঠিরা আব্দুল্লাহকে খুঁজে না পেয়ে তার পিতা-মাতাকে খবর দিলে তারা পুকুরে নেমে জাল দিয়ে অনেক খোঁজা খুজির পর অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা -নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান অভয়নগর থানার ওসি আব্দুল আলীম।