খাগড়াছড়িতে বৈসু উপলক্ষে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী খেলাধুলা শুরু

Uncategorized খেলাধুলা গ্রাম বাংলার খবর চট্টগ্রাম জাতীয় বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিনিধি খাগড়াছড়ি :  “আমাদের বৈসু, আমাদের ঐতিহ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৈসু ও বাংলা নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খেলাধুলা, মর্ম সিং ত্রিপুরা বলি খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।


বিজ্ঞাপন

শুক্রবার বিকালে ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদীপ জ্বালিয়ে ঐতিহ্যবাহী খেলাধুলার উদ্বোধন করেন ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি কমল বিকাশ ত্রিপুরা এবং এতে সভাপতিত্ব করেন পশ্চিম গোলাবাড়ি বৈসু উদযাপন কমিটি’র আহ্বায়ক অমূল্য বিকাশ ত্রিপুরা।


বিজ্ঞাপন

আলোচনা সভায় অতিথিরা বলেন,ত্রিপুরা জনগোষ্ঠীর অন্যতম প্রধান উৎসব সামাজিক বৈসু। আগামী দিনের সুখ ও সমৃদ্ধির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়।


বিজ্ঞাপন

উদ্বোধনের পরপরেই ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পরিবেশন করা হয়৷ পরে সুকুই খেলা,য়াখেলৈ(বাঁশের উপর দিকময়ে হাঁটা) খেলা ও সুকুই(গিলা) খেলাসহ বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয়।

এ সময় বিশিষ্ট সমাজসেবক পশ্চিম গোলাবাড়ী ত্রিপুরা পাড়া খগেন্দ্র ত্রিপুরা,ঠাকুরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনক ত্রিপুরা,গোলাবাড়ী ইউনিয়নের সদস্য রামকুমার ত্রিপুরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *