অনলাইনে চাকরির প্রলোভন ও টেলিগ্রাম অ্যাপের ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার 

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি  :  অনলাইনে চাকরির প্রলোভন ও টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে প্রতারণা চালানো সংঘবদ্ধ চক্রের মূলহোতা আকাশ (২২), রাশাদ (২৮) এবং তাদের সহযোগী আসাদ (৩০) কে গ্রেফতার করেছে সিআইডি সাইবার ক্রাইম এন্ড ইনভেস্টিগেশন অপারেশন-এর একটি চৌকস টিম।


বিজ্ঞাপন

তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও অনলাইনে গোয়েন্দা নজরদারির মাধ্যমে ঢাকার ধানমন্ডি, ঠাকুরগাঁওয়ের সীমান্তঘেঁষা গ্রাম ও দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

তদন্তে জানা যায়, গ্রেফতারকৃতরা ভুয়া খণ্ডকালীন চাকরি ও বিনিয়োগের লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে কয়েক লাখ টাকা ইনভেস্ট করলে অল্প সময়ের মধ্যে কয়েকগুণ মুনাফার আশ্বাস দিত তারা।


বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ চক্রের সঙ্গে দেশি-বিদেশি আরও অনেকে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত অ্যান্ড্রয়েড ফোন এবং ছদ্মনামে ব্যবহৃত বিভিন্ন সিম কার্ড জব্দ করা হয়েছে।


বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা ক্যান্টনমেন্ট থানার মামলা নং-১১, তারিখ: ২৬/০৩/২০২৫, ধারা-৪০৬/৪২০ দণ্ডবিধির তদন্তপ্রাপ্ত আসামী। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তে প্রতারণা চক্রের মূল রহস্য উন্মোচিত হবে এবং জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *