পাবনা প্রতিনিধি : পাবনায় নবদিগন্ত পাঠাগার ও ফাউন্ডেশনের উদ্দোগে এসএসসি ও দাখিল- ২০২৫ পরীক্ষার্থীদের নিয়ে দোয়া অনুষ্ঠান ও পরিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

রবিবার (৬ মার্চ) সকাল ১০ ঘটিকায় আটঘরিয়া উপজেলার মতিঝিল উচ্চ বিদ্যালয়ের সেমিনার কক্ষে শতাধিক শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নবদিগন্ত পাঠাগার ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও সাবেক আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপদেষ্টা আব্দুল আলিম মাসউদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও অত্র এলাকার কৃতিসন্তান নাজমুস সাদাত নয়ন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জহুরুল ইসলাম খান বলেন, “নবদিগন্ত পাঠাগার ও ফাউন্ডেশন প্রতিষ্ঠার যে মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এটি আদর্শ সমাজ গঠনে মুখ্য ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “শিক্ষা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক হিসেবে গড়ে ওঠার মধ্য দিয়েই আমরা একটি উন্নত জাতি গঠন করতে পারি। নৈতিকতা ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে না। আজকের সমাজ যেভাবে অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে, তা রুখে দিতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে।”
অন্যান্য বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের জীবনের লক্ষ্য এখনই নির্ধারণ করতে হবে এবং সেই লক্ষ্য অর্জনে পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যেতে হবে। দেশের উন্নয়ন ও জাতির কল্যাণে নিজেকে নিবেদিত করার মানসিকতা গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথি পরিক্ষার্থীদের হাতে পরিক্ষা সামগ্রী তুলে দেন এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।