যশোর ডিবি পুলিশের অভিযান  :  ৪১ মামলার  ২৫মামলায় সাজাপ্রাপ্ত  পলাতক আসামি দেলোয়ার গ্রেফতার

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (যশোর)  : যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়ের নির্দেশনায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের প্রতিটি ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


বিজ্ঞাপন

তারই ধারাবাহিকতায় অদ্য ১০ এপ্রিল  রাত সাড়ে  ৩ টায় জেলা গোয়েন্দা শাখা(ডিবি),যশোরের অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই(নিঃ)/ শেখ আবু হাসান, এএসআই( নিঃ)/ সৈয়দ শাহীন ফরহাদ, এএসআই(নিঃ)/ নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম ২৫ মামলার সাজা প্রাপ্ত মোট ৪১ মামলার গ্রেফতারী পরোয়নাভুক্ত পলাতক আসামি অর্থ প্রতারক দেলোয়ার হাসান(৪৫) কে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার পৌরসভা এলাকার একটি ভাড়া বাসা হতে গ্রেফতার করেছে।


বিজ্ঞাপন

সে গাজীপুরের কালিয়াকৈর এলাকায় নিজের প্রকৃত নাম গোপন রেখে তুহিন নাম ধারণ করে দীর্ঘদিন যাবত আত্মগোপনে ছিল মর্মে জানা যায়। আসামি দেলোয়ার একটি ব্যাংকের ম্যানেজার হিসেবে চাকরি করতেন এবং আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত থাকা অবস্থায় অর্থ প্রতারণার দায়ে ২০১৩ সালে প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হয়।


বিজ্ঞাপন

তার বিরুদ্ধে ব্যাংকে চাকরি করার সুবাদে বিভিন্ন লোকের কাছ থেকে অর্থ প্রতারণার অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানাঃ মোঃ দেলোয়ার হাসান (৪৫), পিতা- জয়নাল আবেদীন দফাদার, সাং- ছাতিয়ানতলা, থানা- কোতয়ালী মডেল থানা, জেলা- যশোর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *