যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় ৪ জন আহত 

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর দুর্ঘটনার সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিবেদক   : আজ মঙ্গলবার  ২২ এপ্রিল  সকাল ৯ টায় ঝিকরগাছা থানাধীন লাউজানি গ্রামস্থ লাউজানি রেলক্রসিং সংলগ্ন মহাসড়কের উপর ২ টি মোটর চালিত ভ্যান এবং পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক সহ ৪ জন ভ্যানের যাত্রীরা আহত হন।


বিজ্ঞাপন

আহতরা যথাক্রমে,   শহিদুল ইসলাম (৭০), পিতা- সেকেন্দার,  নবীননগর, গদখালী, ভ্যান চালক, মো সাদ্দাম হোসেন (৫০),  পিতা মো আবুল কাশেম, কদম বাড়িয়া, থানা মনিরামপুর,  নুর ইসলাম(৫০), পিতা আনী মল্লিক, পুরন্দপুর, থানা- ঝিকরগাছা,  জেলা- যশোর এবং  আশিকুর (৩২), পিতা হাবিবুর, সাং শরিফপুর, থানা- ঝিকরগাছা,  জেলা- যশোর।


বিজ্ঞাপন

ঘটনাসূত্রে জানা যায়, অদ্য উল্লিখিত সময়ে যশোর থেকে ২ টি মোটর ভ্যান যাত্রী ও কাঁচামাল বহন করে লাউজানি রেলক্রসিংয়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আগত পিকআপ ভ্যান চাপিয়ে দিলে মুখোমুখি সংঘর্ষ হয়।


বিজ্ঞাপন

এতে ঘটনাস্থলে ভ্যানের আরোহিরা মহাসড়কের উপর পড়ে গিয়ে আহত হন।  উপস্থিত স্থানীয় লোকজন ভিকটিমদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *