গোপালগঞ্জের উলপুর ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান গ্রেফতার 

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

গ্রেফতারকৃত গোপালগঞ্জ উলপুর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান বাবুল।


বিজ্ঞাপন

মো: সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কামরুল হাসান বাবুলকে পুলিশ গ্রেফতার করেছে।


বিজ্ঞাপন

৫ মে সোমবার সন্ধ্যার পর সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের একটি দল গোপালগঞ্জ শহরের হীরাবাড়ী রোডের বাসভবন থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে সদর থানায় সোপর্দ করার কথা রয়েছে।


বিজ্ঞাপন

উলপুর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান বাবুল কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা শওকত হোসেন দিদার হত্যা  এবং সেনাবাহিনীর গাড়ী পোড়ানোর ঘটনায় জড়িত থাকায় গোয়েন্দা পুলিশ তাকে আটক করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।  চেয়ারম্যান কামরুল হাসান বাবুলের বিরুদ্ধে উলপুর  ইউনিয়নের বিভিন্ন প্রকল্প কাজে অনিয়ম, দূর্নীতিসহ সরকারি খাস জমি দখল, প্রভাব বিস্তার করে বিভিন্ন বিদ্যালয়ে নিয়োগ বানিজ্য করে লাখ লাখ টাকা হাতানোসহ অসংখ্য অভিযোগ উঠেছে যা বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তিনি বেশ কিছুদিন পূর্বে চিকিৎসার জন্য সৌদি আরব গিয়েছিলেন বলে জানা যায়।

চেয়ারম্যান বাবুল গত শনিবার সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরে এসে নিজ বাসভবনে অবস্থান করছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানিয়েছেন।

গ্রেফতারকৃত চেয়ারম্যান কামরুল হাসান বাবুলকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *